বাংলাদেশের শেষের আওতায় মোট আবাদী জমির পরিমাণ ৩০%।
বাংলাদেশের শেষ কাজে ভূ-পরিভাগের পানি অভ্যত্বরস্থ পানি এবং বৃষ্টির পানি ব্যবহার করা হয়। বাংলাদেশের সবচেয়ে বড় শেষ প্রকল্প তিস্তা শেচ প্রকল্পটি। তিস্তা শেচ প্রকল্প রংপুর, দিনাজপুর, বগুড়া, লালমনিরহাট, নীলফামারী জেলার অন্তর্ভুক্ত। তিস্তা শেচ প্রকল্পের আয়তন ৫৪০৪ বর্গ কিলোমিটার। তিস্তা শেচ প্রকল্পের বাস্তবায়ন তিস্তা নদীতে বাদ দেয়া হয়েছে। তিস্তা বাধ পাঁচ আগস্ট ১৯৯০ সালে উদ্বোধন করা হয়। বাংলাদেশের প্রথম সেচ প্রকল্প গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্প।