বৃহৎ আকৃতির প্রাকৃতিক জলধারা যেগুলোতে ভূপৃষ্ঠ থেকে অভ্যন্তরীণ ও পৃষ্ঠ নিষ্কাশনের মাধ্যমে বইয়ে আসা পানি জমা হয় তাকে বিল বলা হয়।
সৃষ্টি হয় নদী প্রবাহ পরিবর্তনের মাধ্যমে নদীর অংশবিশেষ থেকে। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলন বিল। চলন বিল পাবনা সিরাজগঞ্জ রাজশাহী ও নাটোর জেলায় বিস্তৃত। চলন বিলের বর্তমান আয়তন ৩৬৮ বর্গ কিলোমিটার। চলন বিলের মধ্য দিয়ে বেশ কয়েকটি প্রবাহিত নদী রয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি নদী হচ্ছে করতোয়া ইছামতি গুমানি গোমতী আত্রাই ভাদ্রপতি কাকন কানের শরীর মুক্তাহার ফুলজোর নদী ইত্যাদি।