প্রত্যেকটি মানুষের পৃথিবীতে বেঁচে থাকতে অন্যদের সহযোগিতা প্রয়োজন। পরিবার সমাজ দেশ এবং বিশ্বের অন্যান্য দেশের মানুষের থেকে আমরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে উপকৃত হই। কিন্তু বাংলাদেশে আমরা অন্যদের অবদানকে স্বীকার করতে অনিহা প্রকাশ করি। এজন্য পরস্পরের প্রতি সহমর্মিতা দিন দিন লোক পাচ্ছে। নেটওয়ার্কিং বা সোশ্যাল ক্যাপিটাল সম্পর্কে উদাহরণ দিলে বোঝাটা সহজ হবে। যেমন ধরুন আপনি রাজশাহীতে থাকেন একটা চাকরির আবেদনপত্রের হার্ডকপি জমা দিতে হবে ঢাকার কোন কর্পোরেট অফিসে। ঢাকায় রাত্রি যাপনের জন্য কোন বন্ধু বা আত্মীয় বাসায় নেই। রাজশাহী থেকে ১০ ঘন্টা ট্রেনে বসে ঢাকায় পৌঁছে আপনাকে একটা হোটেলে উঠতে হবে। এ পরিস্থিতিতে আপনার এক বন্ধু জানালো সে আবেদনপত্র নিজে গিয়ে জমা দিয়ে আসবে। ভেবে দেখুন এই সহযোগিতার জন্য আপনার দুদিন সময় ঢাকা ভ্রমণ করল এবং ভালো অংকের অর্থ সাশ্রয় হলো। আপনার কাগজটি আপনার বন্ধুর জমা দিয়ে দিল তাহলে বিষয়টা খুবই সহজ হয়ে গেল।