বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে যেসব কাগজপত্র বার ডকুমেন্ট অত্যাবশ্যকীয় এসএসসি এইচএসসি স্নাতক স্নাতক উত্তর ও মার্কশিট।
সার্থক পরীক্ষায় জিপিএ কমপক্ষে ২.৫ থেকে তিন থাকতে হবে। এটা নির্ভর করে কোন দেশে চেষ্টা করা হচ্ছে। ভালো রেজাল্টের মূল্যায়ন সবাই করে। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময় একটু সচেতন হলে জিপিএ ৩.৫ অর্জন করতে তেমন বেগ হতে পারে না।