বাংলাদেশের প্রথম সার কারখানার নাম হলো ফেনজু গঞ্জ সরকার খানা সিলেট। বাংলাদেশের একমাত্র দানাদার ইউরিয়া সার প্রস্তুতকারী কারখানা যমুনা সার কারখানা।
জিয়া সরকার খানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। ইউরিয়া সারের প্রধান কাঁচামাল হল মিথেন গ্যাস। ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড এর উৎপাদিত সারের নাম ইউরিয়া এবং এ এস পি। ঘোড়াশাল সার কারখানায় উৎপাদিত সারের নাম ইউরিয়া। বাংলাদেশে ইউরিয়া সার তৈরিতে কাঁচামাল হিসেবে ব্যবহৃত করা হয় প্রাকৃতিক গ্যাস।