বাংলাদেশের প্রথম ঔষধ পার্ক অবস্থিত মুন্সীগঞ্জের গজারিয়ায়। বাংলাদেশের প্রথম কয়লা শোধনাগার বিরামপুর হার্ট কল লিমিটেড দিনাজপুর। বাংলাদেশ থেকে প্রথম রপ্তানিকৃত জাহাজ স্টেলা মেরিন ডেনমার্ক রপ্তানি করা হয়। বাংলাদেশের প্রথম জাহাজ নির্মাণ কারখানা নারায়ণগঞ্জে। বাংলাদেশের প্রথম চিনিকল নর্থ বেঙ্গল চিনিকল গোপালপুর নাটোর। বাংলাদেশের প্রথম কাগজ কল কর্ণফুলী পেপার মিলস লিমিটেড চন্দ্রঘোনা রাঙ্গামাটি। প্রথম সরকার খানা ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার ফ্যাক্টরি লিমিটেড সিলেট। বাংলাদেশের প্রথম শতভাগ রপ্তানি মুখী গার্মেন্টস দেশ গার্মেন্টস লিমিটেড। বাংলাদেশ থেকে প্রথম সরাসরি পোশাক রপ্তানি করে রিয়াজ গার্মেন্টস লিমিটেড। বাংলাদেশের প্রথম পরিকল্পিত গার্মেন্টস দেশ গার্মেন্টস চট্টগ্রাম।