বাংলাদেশের সবচেয়ে বড় বিলের নাম চলন বিল। বাংলাদেশের বৃহত্তম বিলের নাম চলনবিদ। চলন বিল পাবনা সিরাজগঞ্জ ও নাটোর জেলায় অবস্থিত। চলনবিল বাংলাদেশের মিঠা পানির মাছের প্রধান উৎস। টেবিলের আয়তন প্রায় ৩৬৮ কিলোমিটার। এই বিল থেকেই সারা দেশে এবং দেশের বাইরে মাছ সরবরাহ করা হয়।