পৃথিবীর গভীরতম নদীর নাম কঙ্গো যেটি আফ্রিকা মহাদেশে অবস্থিত। ২০০ মিটারের অধিক পরিমিত গভীরতা সহ গঙ্গা নদী হল পৃথিবীর গভীরতম নদী। আফ্রিকা মহাদেশের অবস্থিত এটি নির্গমন দ্বারা দ্বিতীয় বৃহত্তম নদী। যার দৈর্ঘ্য ৪৭০০ কিলোমিটার এটি বিশ্বের নবমতম দীর্ঘতম নদী। এটি লুয়ালাভা নদী থেকে উৎপন্ন হয় এবং আটলান্টিক মহাসাগরে গিয়ে মিলিত হয়।