গঙ্গা ভারত ও বাংলাদেশের মধ্য দিয়ে প্রবাহিত একটি অভিন্ন নদী। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের জঙ্গিপুর এলাকায় ফারাক্কা বাঁধ চালু করার পর এ নদীর পানি নিয়ে উভয় দেশের মধ্যে টানাপোরা শুরু হয়। এ সমস্যা নিরসনকল্পে ভারত ও বাংলাদেশের মধ্যেও দু একটি স্বল্প মেয়াদী চুক্তি স্বাক্ষরিত হয় এবং তারপর সমঝোতার অভাবে কয়েক বছর চুক্তিহীন ভাবে চলতে থাকে। অবশেষে ১৯৯৬ সালের ১২ ডিসেম্বর নয়া দিল্লির হায়দরাবাদ ভবনে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী এইচডি দেব গৌড় বাংলাদেশ ভারত ৩০ বছর মেয়াদী পানি বন্টন চুক্তি স্বাক্ষর করেন।