বিশ্ব ইতিহাসের সেরা ফুটবলারের মধ্যে বর্তমানে প্রতিনিধিত্ব করছেন লিওনেল মেসি এবং ক্রিস্টিয়ানো রোনালদো। তবে সেভিয়ার তারকা স্ট্রাইকার স্টিভেন যোভিটি রোনালদোকে নন বরং এই বিতর্কে এগিয়ে রাখলেন মেসিকে। ২৭ বছর বয়সী যবেটিক জানান মেসি ফুটবলার ইতিহাসের সেরা খেলোয়াড়। সেবিয়ার এই তারকা মতে মেসিই সেরা। তাই বিশ্বের এক নাম্বার ফুটবলার হিসেবে পরিচিত হয়েছেন লিওনেল মেসি।