ভারতে গম গবেষণা ইনস্টিটিউট গুজরাট সরকারের গম গবেষণা প্রকল্পের অনুমোদনের সাথে প্রতিষ্ঠিত হয়েছিল। কেন্দ্র সমগ্র সৌরাষ্ট্র অঞ্চল অর্থাৎ সাতটি জেলার প্রতিনিধিত্ব করছে। গুজরাট রাজ্যের গুনাগড় জামনগর রাজকোট আই এম রেলি ভাবনগড় সুরেন্দ্রনগর এবং পোরবন্দর জুড়ে অবস্থিত।