ঠাকুরমার ঝুলি বাংলা শিশু সাহিত্যের একটি জনপ্রিয় রূপকথার সংকলন। এই গ্রন্থের সংকলক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার। তিনি রূপকথার গল্প গুলো সংগ্রহ করেছিলেন তৎকালীন বৃহত্তর ময়মনসিংহ জেলার বিভিন্ন গ্রাম অঞ্চল এর লোকদের কাছ থেকে। তিনি তৎকালীন বিভিন্ন এলাকায় ঘুরে ফিরে বিভিন্ন গুণী জ্ঞানী মানুষের কাছ থেকে এই ধরনের গল্পগুলো সংগ্রহ করে তিনি রচনা করেন।