বাংলাদেশের সর্বপ্রথম সাবমেরিন কেবল ল্যান্ডিং স্টেশন কক্সবাজারে অবস্থিত।
কক্সবাজারে রয়েছে অনেক পর্যটন এরিয়া। যেখানে বৈদেশিক লোক ও শত শত ভিড় করে থাকে এই জায়গা সমূহের মধ্যে। এবং দেশের সরকার এখান থেকে অনেক অর্থ আয় করে থাকে। কক্সবাজারের অধিকাংশ লোক পর্যটনের থেকে অর্থাই করে থাকি বিভিন্ন মাধ্যমে।