বাংলাদেশের মোট জমির পরিমাণ ৩ কোটি ৩৮ লাখ ৩৪ হাজার একর। বাংলাদেশের মোট আবাসযোগ্য জমির পরিমাণ দুই কোটি এক লাখ ৫৭ হাজার করে।
বাংলাদেশে মোট চাষের অযোগ্য জমির পরিমাণ ২৫ লক্ষ ৮০ হাজার একর। বন্যায় প্লাবিত জমির পরিমাণ ১ কোটি একর। শেচ ব্যবস্থা দিন এলাকার জমি পরিমান ৯২ লাখ। বাংলাদেশের কৃষি কাজের জন্য উপযুক্ত মাটি পলিমাটি। বাংলাদেশের প্রধান অর্থকরী ফসল পাট এবং বাংলাদেশের দ্বিতীয় অর্থকরী ফসল চা।