সর্বপ্রথম কাগজ তৈরি মেশিন আবিষ্কার করেন ফরাসি বিজ্ঞানী নিকোলাস লুইস রবার্ট।
চীন সম্রাট হোতাই এর আমলে প্রথম কাগজ তৈরি শুরু হয়। মিশরীয়রা নলখাকরা গাছের খণ্ড থেকে কাগজ বানাতে শেখে। গিরিকরা মিশরীয়দের নলখাকরা গাছের তৈরি কাগজের নাম দেন প্যাপিরাস। পেপিরাস শব্দ থেকে ইংরেজি পেপার শব্দের উৎপত্তি।