সাত দিনের সপ্তাহ ক্যালেডিওরা গণনা শুরু করে। ১২ মাসে এক বছর ৩০ দিনে এক মাস এই গণনার ইতি মিশরীয়রা সূচনা করে।
মিশরীয়রা চিত্রশিল্পের সূচনা করে সর্বপ্রথম। মিশরীয়রা সর্বপ্রথম ২৪ টি ব্যঞ্জনবর্ণ আবিষ্কার করে। ব্যঞ্জনবর্ণের সাথে স্বরবর্ণযুক্ত করে গিরিকরা।সর্বপ্রথম গিরিকেরা বিজ্ঞান চর্চার সূত্রপাত ঘটায়। চাঁদের নিজস্ব কোন আলো নেই বজ্র ও বিদ্যুৎ জিউসের রোধের প্রাকৃতিক কারণ ঘটে এই সভ্যতা আবিষ্কার করে গিরিকরা। গিরিখরা প্রমাণ করে যে পৃথিবীর একটি গ্রহ এবং তার নিজ কক্ষপথে আপতিত হয়।