দেশে মোট পুলিশ থানা রয়েছে ৭১৩ টি। আয়তনের বৃহত্তম শ্যামনগর সাতক্ষীরা এবং ক্ষুদ্রতম কোতোয়ালি ঢাকা। বাংলাদেশের একমাত্র চরফ্যাশন উপজেলায় ৪টি থানা রয়েছে। চরফ্যাশন, শশীভূষণ, দক্ষিণ আইসা ও দুলারহাট।
বাংলাদেশের রেলওয়ে থানা চব্বিশটি পূর্বাঞ্চলে ১২ টি ও পশ্চিমাঞ্চলে ১২টি।