1 Answer

0 votes
by (35.9k points)
বাংলাদেশ পুলিশের সদর দপ্তর ফুলবাড়িয়া ঢাকায় অবস্থিত।

বাংলাদেশ পুলিশের মূলনীতি শান্তি-শৃঙ্খলা নিরাপত্তা ও প্রগতি।

বাংলাদেশ পুলিশের মনোগ্রাম এক পাশে ধানের শীষ ও অপর পাশে গমের শেষ এবং মাঝখানে ভাসমান পালতোলা নৌকা টপে শাপলা ও নিচে বাংলায় লেখা পুলিশ। পুলিশ শব্দটির উৎপত্তি হয়েছে ইংরেজি ভাষা থেকে। বাংলাদেশ পুলিশের প্রশাসনিক অঞ্চলগুলো রেঞ্জ জেলা সার্কেল ও থানা। রেঞ্জ হল কয়েকটি জেলার সমন্বয়ে একটি পুলিশ রেঞ্জ গঠিত হয়। বর্তমানে বাংলাদেশে ৬৪ টি জেলা পুলিশ রয়েছে। বাংলাদেশের জেলার পুলিশ প্রধানের পদবী এসপি। থানার প্রদত্ত প্রাপ্ত পুলিশ কর্মকর্তাকে অফিসার ইনচার্জ বা ওসি বলা হয়।

Related questions

Welcome to My QtoA, where you can ask questions and receive answers from other members of the community.
...