মুদ্রা হলো দ্রব্য ও সেবার বিনিময়ে এবং ধার পরিশোধে সর্বসাধারণের গ্রহণযোগ্য উপাদান।
উপমহাদেশের সর্বপ্রথম মুদ্রা আইন ১৮৩৫ সালে পাস হয়। উপমহাদেশের প্রথম কাগজের মুদ্রা প্রচলন করেন লর্ড ক্যানিং। বাংলাদেশ ব্যাংক স্যার মার্চ ১৯৭২ সালে কাগজের টাকা ব্যাংকে লেনদেন শুরু করে। দেশের সর্বপ্রথম এক টাকা এবং ১০০ টাকার নোট চালু করা হয়।