বাংলাদেশের প্রথম ইসলামিত ব্যাংকের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। বর্তমানে এর নাম কি ইসলামী ব্যাংক পি এল সি বলা হয়। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ১৩ মার্চ ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয়। ইসলামী ব্যাংক ৩০ মার্চ ১৯৮৩ সালে থেকে কার্যক্রম শুরু করে।বাংলাদেশের সর্বপ্রথম সুদবিহীন ব্যাংকের নাম ইসলামী ব্যাংক লিমিটেড। সম্পূর্ণ বাংলাদেশী উদ্যোগে প্রতিষ্ঠিত ইসলামী শরিয়া ভিত্তিক ব্যাংক আল আরাফা ইসলামী ব্যাংক পি এল সি।
বর্তমানে পূর্ণাঙ্গ ইসলামী শরিয়া ভিত্তিক পরিচালিত ব্যাংক ১০ টি।
১. ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড,
২. আল আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেড,
৩. শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড,
৪. এক্সপোর্ট ইমপোর্ট ব্যাংক অফ বাংলাদেশ লিমিটেড,
৫. সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড,
৬. ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড,
৭. আইসিবি ইসলামী ব্যাংক লিমিটেড,
৮. ইউনিয়ন ব্যাংক লিমিটেড,
৯. স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড,
১০. গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।