বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চেনেলটির নাম টুডে। টুডে রেডিয়ট বাংলাদেশের প্রথম বেসরকারি রেডিও চ্যানেল আত্মপ্রকাশ ঘটে ২০০৬ সালে। ঢাকা সহ বাংলাদেশের বেশিরভাগ ছোট বড় শহরে সাত দিন চব্বিশ ঘন্টা সম্প্রচার করে চ্যানেলটি। রেডিও টুডে বিশেষত্ব হলো খবর পরিবেশনা এবং ইমপরটেনমেন্ট।