ভোলা মহিষের গোসলের জন্য বিখ্যাত। ভোলার বিভিন্ন চরে প্রায় ৫৫ টি মহিষের গোসলখানা রয়েছে।এই গোসলখানা গুলোই প্রতিদিন শত শত কিলোগ্রাম দুধ উৎপাদন করে এবং এই দুধ বিখ্যাত মহিষের পানীয় ঘি তৈরি করে।
বাংলাদেশের সবচেয়ে উঁচু উপজেলার নাম দিনাজপুর। দিনাজপুর জেলাটি ভূপৃষ্ঠ হতে সবচেয়ে উচু ভূমির জেলার ৩৭ দশমিক পাঁচ মিটার উঁচু। এ জেলাটি লিচু ও কারাটি ভোগ চালের জন্য বিখ্যাত।