সাধারণত থ্যালিজ নামক গ্রিক দার্শনিককে পৃথিবীর প্রথম বিজ্ঞানী বলে মনে করা হয়। এই দার্শনিক খ্রিস্টপূর্ব ৬২৫ অব্দে জন্মগ্রহণ করেন। তাকে পৃথিবীর প্রথম বিজ্ঞানী বলা হয় কারণ তিনি প্রাকৃতিক ঘটনাগুলোকে দেবতাদের শারজাহাজি না ভেবে বৈজ্ঞানিকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করেছিলেন।
জগদীশচন্দ্র বসুকে এজন্যই বিখ্যাত বলা হয় বিজ্ঞানের একজন অমর প্রতিভা জগদীশচন্দ্র বসু প্রথম মাইক্রোওয়ে প্রযুক্তির ওপর সফল গবেষণা করেন যার ফলশ্রুতিতে আবিষ্কৃত হয় একটি রেডিও। তার উল্লেখযোগ্য আবিষ্কারের মধ্যে রয়েছে মাইক্রোওয়েভ ঋষিভার ও ট্রান্সমিটার এর উন্নয়ন এবং প্রেসকোফার যন্ত্র যা দিয়ে গাছের বৃদ্ধি নিপুভাবে পরিমাপ করা যায়।