সূর্যোদয়ের দেশ বলা হয় জাপানকে। জাপান সূর্যোদয়ের দেশ হিসেবে বিবেচিত হয়েছে।
সূর্য অস্তের দেশ বলা হয় নরওয়ে। সূর্যাস্তের দেশ বলা হয়। নরওয়ের রাজধানী অশ্লোতে শীতকালে খুব কম সূর্যালোক থাকে। সবচেয়ে ছোট দিনটি মাত্র ছয় ঘন্টা দীর্ঘ হয়। কখনো কখনো নরওয়ে ৬০ দিন ধরে সূর্য অস্ত যায় না।