ম্যানগ্রোভ ঝোপ জাতীয় ছোট গাছ যা উপকূলীয় অঞ্চলে বেশি দেখা যায়। ম্যানগ্রোভকে লবনাক্ত সহিস গাছ বলা হয়ে থাকে। এই গাছ উপকূলীয় অঞ্চলে মাটি ও পানিতে বিদ্যমান লবণের ঘনত্ব কমাতে সাহায্য করে থাকে। উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ কাজ কর্তৃক লবণের ঘনত্ব কমানোর প্রাকৃতিক কে ফিল্টেশন বলা হয়।
বাংলাদেশের সিলেট অঞ্চলকে ৩৬০ আউলিয়ার দেশ বলা হয়।