বাংলাদেশের রাষ্ট্রীয় মনোগ্রাম লাল রঙের বৃত্তের মাঝে হলুদ রঙের বাংলাদেশের মানচিত্র। বৃত্তের উপর দিকে লেখা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ এবং নিচে লেখা সরকার। তারপর বৃত্তের দুপাশে দুটি করে মোট চারটি তারকা।
বাংলাদেশের মনোগ্রামে সরকারি অফিস লতি স্বাক্ষর চিঠিপত্র ও বিজ্ঞপ্তি ক্ষেত্রে ব্যবহারিত হয়।