ডিজিটাল বাংলাদেশ হচ্ছে কম্পিউটার ও উন্নত তথ্যপ্রযুক্তি ব্যবহার করে সেবাকে বাংলাদেশের মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া এবং জবাবদিহিতা স্বাচ্ছন্দে নিশ্চিত করা। এটি একটি যুগ উপযোগী কিছুটা ব্যাপক ভিত্তিক ও সুদূর প্রসারী পরিকল্পনা। এ পরিকল্পনার মাধ্যমে গভর্নরের কৃষি স্বাস্থ্য বাণিজ্য ভূমি মালিকানা শিক্ষা সহ প্রভৃতি ক্ষেত্রে ইলেকট্রনিক সেবা নিশ্চিত করাই হলো ডিজিটাল বাংলাদেশের মূল লক্ষ্য।
বিভিন্ন ইলেকট্রনিক্স ডিভাইসের ফলে প্রশাসন সহ সকল স্তরের স্বচ্ছতা জবাবদিহিতা ও গতিশীলতা আসবে। এ ব্যবস্থা মানুষের কাজকে সহজ করবে মানুষের কষ্ট লাঘব করবে বেরাস করবে সময় অপচয় রোধ করবে। এ ব্যবস্থায় দেশের প্রযুক্তিগত উন্নয়ন ঘটবে। মানুষ দুঃখ ও অভিজ্ঞ হয়ে উঠবে । আন্তর্জাতিক পরিমন্ডলের কাজ করার অবারিত সুযোগ সৃষ্টি হবে এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়ে উঠবে। এক কথায় ডিজিটাল বাংলাদেশ হচ্ছে বাংলাদেশের সকল স্তরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করে আধুনিক যুগ উপযোগী সেবা প্রদান করা।